ভবঘুরেকথা

(তাল – গড়খেমটা)
এবার সুখ হলনা বসত করে নবরত্নের ঘরে।
ঘরে কাল কামিনী, দিন রজনী চিন্তানলে দগ্ধ করে।।
তিন গুরু ঐক্য হয়ে অষ্টাদশ রস মিশায়ে,
সাধের ঘর গড়াইয়ে, দিয়াছে ঠিক করে,
ও তার দুই খুটির পর পাড়েম সারা, তিন গুণেতে বন্ধন করে।।
শ্রীগুরুর অপার কীর্ত্তি, মটকার পর দুটো বাতি;
জ্বলতেছে দিবারাতি, জগৎ আলো করে;
সাড়ে চব্বিশ চন্দ্র বন্দে বন্দে, রয়েছে ঘরের ভিতরে।।
বাম দক্ষিণে রবি সোম, ক্ষিতি অপ তেজ, মরুৎ ব্যোম;
পঞ্চ তত্ত্বে পুরো দোম, রেখেছে মন্দিরে;
ও তার আগম নিগম জানলে পরে, আব্রক্ষ্ম ভেদ করতে পারে।।
শ্রীগুরু যত্ন করে; অমূল্য রত্ম পূরে;
রেখেছে সাধের ঘরে, সাত তালার উপরে;
এমন অমূল্য ধন থাকতে ঘরে, ভক্তি রতন কিনলি নারে।।
ডেকে কয় মহানন্দ, ছেড়ে দে চিত্ত সন্দ;
অশ্বিনী অজ্ঞানান্ধ, বলব কি আর তোরে;
আমার হরিচাঁদ এ ঘরের মালিক, দেখলি’না রূপ নেহার করে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!