সোনার পিঞ্জিরা আমার করিয়া গেলায় খালি রে।
ওরে আমার যতনের পাখি
সুয়া রে- একবার পিঞ্জিরায় আও দেখি।।
আজ্ঞামতে এই দেহাতে করলায় পরবাস
এখন মোরে ছাড়িয়া গেলায় করিয়া নৈরাশ রে।।
যেই কোঠায় থাকিয়া তুমি সদায় কইলায় খেলা
সেই কোঠার মাঝে আমার লাগিয়া গেল তালা রে।।
তুমি আমি একই ঘরে ছিলু এতদিন
আজি থনে ভিন্ন ভিন্ন পিঞ্জিরা মলিন রে।।
পাগল আরকুমে বলে মিছা ঘরবাড়ি
সুয়া পাখি উড়িয়া গেলে পিঞ্জিরা হয় খালি রে।।