স্বরূপ রূপে নয়ন দেরে।
দেখবি সে রূপ
কেমন স্বরূপ ঝলক মারে।।
স্বরূপ বিনে রূপটি দেখা
সে কেবল মিথ্যে ধোঁকা,
স্বরূপের নাই লেখাজোখা
স্বরূপ শক্তি সাধন দ্বারে।।
মনমোহিনীর মনোহরা রূপ
নররূপেতে তাহার স্বরূপ,
যে জানো সে থাকরে চুপ
বলতে নাই ভেদ যারে তারে।।
স্বরূপে যাঁর আছে নয়ন
তাঁরে কি ছুঁতে পারে শমন,
সিরাজ সাঁই বলেরে লালন
রূপ ভুলিলে পড়বি ফ্যারে।।