ভবঘুরেকথা
মতুয়া সংগীত

(তাল -ঠুংরী)
স্বার্থ ত্যাগী অনুরাগী হওরে মন।
নিস্বার্থ নগরে যাবি, পাবি রূপের দরশন।।
নিস্বার্থ নগরে যাবি, কত যে আনন্দ পাবি;
প্রেমানন্দে সুখে রবি, মিলবে গুরু পরম ধন।
স্বার্থময় সংসারে এসে, মত্ত হলি অর্থের বশে;
মায়া পিশাচী এসে, স্বহস্তে করল বন্ধন।
দেখে শুনে হয় না জ্ঞান, করছ অভিমান সুরাপান;
প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, দিবা নিশি করছ ভক্ষণ।
পুন্য মুক্তি ভোগ অভিলাষ, ছাড়রে কামিনীর কুরস;
অতি সরস নাম সুধা রস, সদায় করো আস্বদন।।
মহানন্দ উচৈঃস্বরে, ডেকে বলে অশ্বিনীরে,
এমন প্রেম ভক্তি রস নিলিনারে, ভবে আলি অকারণ।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!