ভবঘুরেকথা

এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার-
আমার এই মলিন অহংকার॥

দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হল দাগি,
এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার।
আমার এই মলিন অহংকার॥

এখন তো কাজ সাঙ্গ হল দিনের অবসানে-
হল রে তাঁর আসার সময়, আশা এল প্রাণে।
স্নান করে আয় এখন তবে প্রেমের বসন পরতে হবে,
সন্ধ্যাবনের কুসুম তুলে গাঁথতে হবে হার।
ওরে আয়, সময় নেই যে আর॥

………………………
রাগ: পিলু-ভীমপলশ্রী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ আশ্বিন, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!