ভবঘুরেকথা
বিজয় সরকার

হারে কোন সে বিধির সাপে রে
পরানের মানুষ হারিয়ে গেছে।
আমি না জানি কোন কর্ম দোষে রে
আমার মর্মে দাগ দিয়েছে রে।।

শুকাইলো যে লতাটি উঠতেছিলো বেড়ে
এ জীবনের সুখ শান্তি সকল গেছে ছেড়ে
হায়রে যা ছিলো মোর ঝুলি ঝেড়ে রে-
আমার সব কেড়ে নিয়েছে রে।।

না-পাওয়ার বেদনা আমার হৃদয় ওঠে ভরি
দেউলিয়া সাজায়ে মোরে করলো দেশান্তরী
আমার পথ ভোলা এই জীবনতরীরে-
কি এক ঘোলায় পরে আছে রে।।

মিছে কেবল পিছন চাহি নাহি সে ভবনে
স্বপন সাতির মতো গেছে গোপন চরণে
আমার মনে বলে ঘরের কোনে রে-
শুধু তার স্মৃতি পড়ে আছে রে।।

যে তারাটি হারায়ে যায় অসীমগগনে
সময় মতো ফিরে আসে শুভ এক লগনে
যাহা মানুষে হারায় জীবনে রে-
কেনো তা ফিরে পায না কাছে রে।।

পরীর মতো সাজিয়াছে পরিচয়হীন বেশে
হয়তো সে লুকায়ে আছে অজানা এক দেশে
পাগল বিজয় বলে, ভালোবেসে রে-
ওসে কেমনে ভুলে আছে রে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!