ভবঘুরেকথা
বিজয় সরকার

আমার ঘুম ঘোরের স্বপনে আমি
আজ দেখলাম তোমারে,
ধীরে রাঙ্গা দিলে আমার
ভাঙ্গা ঘরের দুয়ারে।।

নিশীথশয়নে এলে নিয়ে বীণাখান
স্বপন মাঝে গেয়ে গেলে ঘুম ভাঙ্গানসো গান;
মিঠেম চুম খেয়ে ঘুম নয়ান
খোঁজে তোমার আঁধারে।।

সহসা চাহিয়া দেখি উঠে বিছানায়
অভিমানে ফিরে গেছো এসে দরজায়;
তুমি ফেলে যদি যাবে আমায়
ডাকলে কেন আমারে।।

বিজনবিটরী শাখে জলভরা আঁখি
চোখ গেলো বলিয়া কাঁদে জোড়ভাঙ্গা পাখি;
সে ব্যথার সুরে জানায় নাকি
মনের কথা তাহারে।।

স্বপনে গোপন প্রাণে লাগায়ে কি সুর
কাঁচা ঘুমে জাগায়ে আজ পালালে নিঠুর;
পাগল বিজয় কয়, সোনার স্বপনপুর
যার অভিসারে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!