ভবঘুরেকথা

(তাল- ঠুংরী)
আমি শান্তি না পাই হে গুরুচাঁদ
এ দেহ প্রেম শুন্য প্রাণে।
আমি চাই না শান্তি ঘুচাও ভ্রান্তি
যাতে নাম না ভুলি জীবনে।।

১। (মনে) তব নাম ভাবেনা কখন
কু-পথ পানে থাক মগন।
আমি কেমনে করিব সাধন,
সারা জনম যায় অকারণে।।

২। সদা যেন তব গুণ গাই
রিপুর বসে ভুলে না যাই।
গুরু ঐ চরণে এই ভিক্ষা চাই,
মত্ত থাকি যেন কীর্ত্তনে।।

৩। নাম নিতে মোর না হয় ধন্দ,
মন মনুয়ার ঘুচাও সন্দ।
আমার মনেতে চায় সতের সঙ্গ,
কু-মতি পিছে টানে।।

৪। প্রার্থনা হরি গোসাইর পায়
অন্তে মোর করিও উপায়।
গুরু ঐ নাম যেন কঠিন হৃদয়।
দীনা জপে যেন নিশিদিনে।।

……………………
লোকশিক্ষা
রাগিনী-ফকিরি ধাওয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!