ভবঘুরেকথা

আসা-যাওয়ার মাঝখানে
একলা আছ চেয়ে কাহার পথ-পানে ॥

আকাশে ওই কালোয় সোনায়
শ্রাবণমেঘের কোণায় কোণায়
আঁধার-আলোয় কোন্‌ খেলা যে কে জানে
আসা-যাওয়ার মাঝখানে ॥

শুকনো পাতা ধুলায় ঝরে,
নবীন পাতায় শাখা ভরে।
মাঝে তুমি আপন-হারা,
পায়ের কাছে জলের ধারা
যায় চলে ওই অশ্রু-ভরা কোন্‌ গানে
আসা-যাওয়ার মাঝখানে ॥

……………………
রাগ: পূরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): জুলাই, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!