ভবঘুরেকথা

রাজসিক অহঙ্কার হইতে দশ ইন্দ্রিয়ের জন্ম। তাহা কি কি? জ্ঞান-ইন্দ্রিয় ও কর্ম্ম-ইন্দ্রিয় কাহাকে বলে?

কর্ণ, চর্ম্ম, চক্ষু, জিহ্বা ও নাসিকা – এই পাঁচ জ্ঞান ইন্দ্রিয়।
বাক্, পানি, পাদ, পায়ু ও উপাস্থ – এই পাঁচ জ্ঞান ইন্দ্রয়।

দশ ইন্দ্রিয়ের শব্দার্থ:
কর্ণ – কান।
চর্ম্ম – চাম।
চক্ষু – চোখ।
জিহ্বা – জিভ।
নাসিকা – নাক।
বাক্ – মুখ।
পাণি – হাত।
পাদ – পা।
পায়ু – মলদ্বার।
উপস্থ – লিঙ্গ।

কর্ণ – জ্ঞান ইন্দ্রিয়, ইনি শীত উষ্ণাদি স্পর্শগুণ জ্ঞান করেন।
জিহ্বা – জ্ঞান ইন্দ্রিয়, ইনি তিক্ত মিষ্টাদি গুণ জ্ঞান করেন।
নাসিকা – জ্ঞান ইন্দ্রিয়, ইনি সুগন্ধ-দুর্গন্ধাদি গন্ধগুণ জ্ঞান করেন।
বাক্ – কর্ম্ম ইন্দ্রিয়, ইনি কথা কহেন।
পাণি – কর্ম্ম ইন্দ্রিয়, ইনি দ্রব্যাদি ধারণ করেন।
পাদ – কর্ম্ম ইন্দ্রিয়, ইনি গমণাগমণ করেন।
পায়ু – কর্ম্ম ইন্দ্রিয়, ইনি মলাদি ত্যাগ করেন।
উপস্থ – কর্ম্ম ইন্দ্রিয, ইন শুক্র ও মুত্রাদি ত্যাগ করেন।
লিঙ্গ দুই প্রকার : পুলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ-পুরুষের লিঙ্গ। স্ত্রীলিঙ্গ- স্ত্রীলোকের যোনি।

……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!