ভবঘুরেকথা
বিজয় সরকার

ওরে আমার সোনার ময়না পাখি রে
তুই কোন ফাঁকে পালিয়ে গেলি
আমায় দিয়ে ফাঁকি রে।।

বনের পাখি পুশে ছিলাম মনেরি আশায়
শুনিতাম তার সুখ দু:খের গান সুমধুর ভাষায়;
তোরে সোহাগে সোনালি খাঁচায়
দিয়েছিলাম রাখি রে।।

বাটা ভরে খাবার দিতাম শোভনপিঞ্জরে
এখন তোর বিরহে আঁখির জল মোর রাত্রদিন ঝরে;
আমি তোরে ছেড়ে কেমন করে
এমন ভাবে থাকি রে।।

খালি খাঁচার দিকে যখন সজল চোখে চাই
আমার স্মৃতির তমাল শাখায় তোরে বসা দেখতে পাই;
আমি তোর মুখ চেয়ে সব ভুলে যাই
পরান খুলে ডাকিরে।।

না পাওয়ার বেদনা আছে হৃদয় মোর ছেয়ে
তবু আশায় বুক বেঁধেছি যাতনা পেয়ে;
পাগল বিজয় আছে পথ চেয়ে
জল ভরা দুই আঁখি রে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!