ভবঘুরেকথা
বিজয় সরকার

কতো কাল বন্ধ রবি অন্ধকারে।
কেন আন্দাজে তুই হাতড়ে বেড়াস
চোখ ধাঁধা মোহের আঁধারে।।

কাল তোর মায়াকারাগার
বাপেরধন তোর সাপে খেয়ে করলো জরজর;
তোর সম্মুখে অকূল পারাবার
কি ধন লয়ে যাবি পারে।।

স্বভাবে তোর অভাব ঘটেছে
ভাব বুঝে ব্যবসা করলে তোর লাভ হতো পারছে;
কতো মণি কাঞ্চন পড়ে আছে
তোর বসত ঘরের পাছ দুয়ারে।।

তোর মধ্যে রয়েছে সমস্ত
হিসাব করে দেখরে তুই এক মস্ত গৃহস্থ;
তবু পরের বাড়ি বাড়ালি হস্ত
ঘুরে বেড়াস বহির্দুয়ারে।।

পাগল বিজয় বলে, মনের আপসোসে
সারাজীবন কাটলো এই কারাগারে বসে;
আমি নিজে মরলাম নিজের দোষে
এ দোষ আমি দিবো কারে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!