ভবঘুরেকথা

কত দিনে ওরে শ্যাম আর কত দিনে,
কত দিনে হইব দেখা বংশী বাঁকা ঐ বনে।।
বাঁশি দেও সঙ্গে নেও যাও নিজ স্থানে,
দুরে গেলে ঐ দাসীরে রাখবে কি তোর মনে।
শুইলে স্বপনে দেখি রাত্রি নিশাকালে,
নিদাগেতে দাগ লাগাইলে কোন কথার কারণে।
রাধারমণ বাউলে বলে শ্যাম চান্দ বিহনে,
ছাড়িয়া গেলায় এ দাসীরে কিসের কারণে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!