ভবঘুরেকথা

কিরূপ সাধনের বলে
অধর ধরা যায়,
নিগুঢ় সন্ধান জেনে শুনে
সাধন করতে হয়।

শাক্ততত্ত্ব সাধন করে
পেত যদি সে চান্দেরে
বৈরাগীরা জেনেশুনে;
আঁচলা গুদড়ি টানে
কুলের বার হয় চরণ বাঞ্ছায়।।

বৈবের ভজন ভালো
তাদের ভক্তি বলও ছিল
ব্রহ্মজ্ঞানী যারা;
সদায় বলে তারা
শাক্ত বৈবের নাই স্বয়ং পরিচয়।।

শুনে ব্রহ্মজ্ঞানীর বাক্য
দরবেশেরা করে ঐক্য
বস্তুজ্ঞান যার নাই;
নামব্রহ্মে কী পায়
লালন কয় তারা এ কী কথা কয়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!