ভবঘুরেকথা
মতুয়া সংগীত

(তাল – ঠুংরী)
কেনরে শ্রী গুরুর পদে কি বিষাদে, এ দেহের ভার দিব।
আমি যেমন মানুষ তেমনি হবে, গুরুকে কেন দায় ঠেকাব।।
মনে মম এই সাধ, শ্রীগুরুর শ্রীকমল পদ;
কমলার সু সম্পদ, মূলে থেকে নিরখিব।।
যে চরণে চন্দন দিতে, শঙ্কা হয় গোপীর চিত্তে;
সে চরণে আমা হতে, কেনরে বেদান লাগাব।।
গুরু আমার থাকুক সুখে, আমি যেন কাঁদি দুঃখে;
কাঙ্গাল বেশে করব ভিক্ষে, গুরুর গুণ গেয়ে বেড়াব।।
গুরু আমার পবিত্র ময়, অপবিত্র মম হৃদয়;
দিবানিধি ভাবি সদায়, কেন সরলে গরল মিশাব।।
দয়াল গুরু মহানন্দ, পদে প্রেম মকরন্দ,
পান করলিনা তার একবিন্দু, অশ্বিনী তোর নাই সে ভাব।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!