ভবঘুরেকথা
গুরুছায়া আশ্রমের মহামিলন উৎসব

: গুরুছায়া আশ্রমের মহামিলন উৎসব :

প্রতিটি আশ্রম, আখড়া এমনকি মাজারেরও একটি করে বার্ষিক মহোৎসব থাকে। আপনাদের কাছে আগেই বর্ণনা করেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুরের অন্তর্গত আনুড় গ্রামের গুরুছায়া আশ্রমের কথা।

প্রতি বছর আট ও নয়ই ফেব্রুয়ারি এই আশ্রমে অনুষ্ঠিত হয় “মহামিলন” উৎসব। সবুজ শস্যক্ষেত্রে ঘেরা গুরুছায়া আশ্রমে তখন যেন অকাল বসন্ত। সারা রাজ্য থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বাংলাদেশ থেকে এসে উপস্থিতি হন ফকির, বৈষ্ণব, দরবেশ, আউল, বাউল, মাস্তান এবং আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ পরমশ্রদ্ধেয় ফকির সাদেক আলীর গৃহী মুরিদরা।

দুটি দিন গানে, ওয়াজে, হরিনামে, গজলে, ভজনে কোথা থেকে যে কেটে যাবে, টেরই পাবেন না!! বিশেষ আকর্ষণীয় বিষয় মাস্তান ফকিরদের আস্তানা ও ধুনী। তাঁদের “ইয়া আলী” হুঙ্কারে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে বারংবার।

দুই বাংলার সকল আউল বাউল ফকির দরবেশ সাধু গুরু বৈষ্ণব ও সর্বোপরি আপামর মানুষের সাদর নিমন্ত্রণ রইলো এই মহামিলন উৎসবে

সময়:
শনি ও রবিবার
৮-৯ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ

স্থান:
গুরুছায়া আশ্রম, আনুড় গ্রাম, কামারপুকুর, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত।

আয়োজন ও আমন্ত্রণে:
সাদেক আলী
গুরুছায়া আশ্রম, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত।

পথনির্দেশ :
হাওড়া স্টেশন থেকে “গোঘাট লোকাল” ধরে অন্তিম স্টেশন গোঘাটে নেমে অটো / টোটো / গাড়ি যোগে কামারপুকুর চটি, সেখান থেকে আবার টোটোয় চড়ে “গুরুছায়া আশ্রম”।

গুরুছায়া আশ্রম সম্পর্কে জানতে…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!