ভবঘুরেকথা
ফকির লালন সাঁইজি

গোসাঁইর ভাব যেহি ধারা–
আছে সাধু শাস্ত্রে তার
প্রমাণ আচার
মনুষেও জীবন অমনি হয় সারা;
ও সে মরার সঙ্গে মরে ভাবের সাগরে
ডুবতে যদি পারে সু-ভাবিক তারা।।

দুগ্ধেতে ননীতে মিশালে সর্বদা
মৈথন-দণ্ডে করে আলাদা আলাদা।
মনরে, এমনি ভাবের ভাবে;
সুধানিধি পাবে
মুখের কথা নয়রে সে ভাব করা।।

অগ্নি যৈছে ঢাকা ভস্মের ভিতরে
সুধা তেমনি আছে গরল হল করে
ও কেউ সুধার লোভে যেয়ে;
মরে গরল খেয়ে
মন্থনের সুতার না জানে তারা।।

যে স্তনে দুগ্ধ খায় রে শিশু-ছেলে
জোঁকে মুখ লাগালে রক্ত এসে মেলে
অধীন লালন বলে;
বিচার করিলে
কু-রসে সু-রসে মেলে সেই ধারা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!