ভবঘুরেকথা

(ভৈরব-একতালা)
ডাক রে সবে পরম ব্রহ্মে, মনের হরিয়ে যতনে।
জগত-কারণ জগতজীবন, ভবভয়াবরণে।
সৃজন-কারণ, পালন, তারণ, বিঘ্ন-বিনাশন, পতিতপাবন,
সে জনে অন্তরে করিলে স্মরণ, ভয় কি বল শমনে?
যাহার কারণে পেয়েছ জ্ঞান, গাও রে মন তাঁর গুণ-গান,
কাম, ক্রোধ, লোভ, মান, অভিমান,
অঞ্জলি দাও তাঁর চরণে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!