ভবঘুরেকথা
কাঙাল হরিনাথ

তাঁরে পাবিনে কখন ওরে মন, নাহি থিতালে
ওরে তোর হৃদয়-জল বড় ঘোলা,
ঢেউ উঠিয়া বাতাস তুলে।। ( সংসার মেঘে )

দেখ দেখি মন সেই কথা মনে,
ওরে, নিজান জলে মুখ দেখা যায় সকলেই জানে ;
আবার পাড়ি-ভাঙ্গা ঘোলা পাঙ্গা দেখা যায় কি সেই জলে
( আপনার মুখ )

স্থির ভাবে মন থকরে বসিয়ে
যত কাদা মটি ক্রমেরে তোর যাবে নিযায়ে ;
তখন নিজের ঘরে সরোবরে দেখা পাবি ভাবিলে।।
( নির্মল জলে )

নড়িস নে মন, টলিস নে আর,
ওরে, সংসার মেঘে সদা আছে বাতাসের সঞ্চার ;
তুমি ঠিক না থাকলে, চঞ্চল হলে, দেখবে আঁধার চোক বুঝলে।।
( ঘোলা জলে )

কাঙ্গাল কয় সংসার-বাসনা
আমার ঘোলা জল, ঘোলা করে, থিতাতে দেয় না ;
আমায় ঘোলায় ঘোলায় দিন কেটে যায় হোলনা মোর কপালে
( জলে মুখ দেখা )।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!