ভবঘুরেকথা

তিন কাতারে করবে খাড়া, হিসাব নিবে যররা যররা।
স্বাক্ষী দিবে যার যার, হাতে পায়।

অ-কামাই কইরা কতো পাইছো, কতো রাইখা কতো খাইছো
কতো আছে হিসাবের খাতায়,
মহাজনের চালান পুঁজি, যা দিয়া করেছ রুজি
হিসাব দিবা, যার কাছে যা পায়।।

অ-চোক্ষে বলবে আল্লাহর দ্বারে, চাইছো তুমি কোন নজরে
মুখ দিয়া কি, বলছো কোন জায়গায়,
হাত দিয়া কি করছো ভবে, হাতের জবান বলে দিবে
দিলের খবর, সব জানে আল্লাহয়।।

অ-পায়ে করছো হাটা হাটি, বলে দিবে খাঁটি খাঁটি
ভাল মন্দ, গেছো কোন জায়গায়,
হাসান কয় পিয়ারা বন্দা, হাসরে পইরনা বান্ধা
চাইয়া দেখো হাতে নাই সময়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!