ভবঘুরেকথা
বিজয় সরকার

তুমি আমার এ জীবনে সকল হবে কবে,
আমার চলন বলন স্মরণ মনন তোমার শরণ লবে।।

তুমি বিশ্বের পরিচালক
তুমি জীবের প্রতিপালক
কৃপা সিন্ধুর কৃপাবলে
এক বিন্দু শিশিরের জলে
সুশোভিত ফুল ফলে বিপুলবৈভবে।।

যা পাই আমি কর্ম করে
ধরে দিবো তোমার করে
তোমাকে করে ফল অর্পণ
নির্মল করবো চিত্তদর্পণ
তোমার ছবির প্রতিফলন হেরবো নীরবে।।

আপন বলে ভাবলাম যাদের
সন্ধ্যায় সন্ধান পাই না তাদের
তুমি যে আত্মার আত্মীয়
তোমার করে আমায় নিয়ো
নিরাশ্রয়কে আশ্রয় দিয়ো পদপল্লাবে।।

যাহা তোমার অপ্রীতিকর
তাই করলাম ইহজনম ভর
পাগল বিজয়ের করুণ আর্তনাদ
ক্ষমিয়ো মম অপরাধ
আর যেন না ঘরে প্রমাদ মায়াময় ভবে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!