ভবঘুরেকথা

স্বামী, তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝে–
পাপে ম্লান পাই লাজ, ডাকি হে তোমারে ॥
ক্রন্দন উঠিছে প্রাণে, মন শান্তি নাহি মানে,
পথ তবু নাহি জানে আপন আঁধারে ॥

ধিক ধিক জনম মম, বিফল বিষয়শ্রম-
বিফল ক্ষণিক প্রেম টুটিয়া যায় বারবার।
সন্তাপে হৃদয় দহে, নয়নে অশ্রুবারি বহে,
বাড়িছে বিষয়পিপাসা বিষম বিষবিকারে ॥

………………..
রাগ: বেহাগ
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!