ভবঘুরেকথা

(তাল – যৎ)
তৃণ হতে সুনীচেন, নৈলে কি প্রেম ঘটে।
কৃষ্ণ প্রেমের নিু গতি, উর্দ্ধেতে প্রেম রয় না মোটে।।
প্রেম পথের কন্টক পঞ্চ, সাধু শাস্ত্রে রটে;
জাতি বিদ্যা মহতঞ্চ, রূপ যৌবন’রে বটে।।
যোগী ঋষি কি সন্ন্যাসী, যে প্রেম পায়না মোটে;
গোপী কপি প্রাপ্ত হল, রামে শ্যামে হয়ে নিষ্ঠে।।
রুহিদাস সে’নত গুণে, কৃষ্ণ প্রেম তার ঘটে;
গঙ্গা বলে ডাকলে পরে, চর্ম্মকাঠয় গঙ্গা উঠে।।
কৃষ্ণ প্রেম সিংহ দুগ্ধ, সুনির্মল মিঠে;
সুবর্ণ পাত্রেতে রয় প্রেম, মেটে পাত্র যায় গো ফেটে।।
পদ শুন্য প্রেম উদয় হল, হরিচাঁদের হাটে;
সবার ভাগ্যে প্রাপ্ত হল, অশ্বিনীর ঘটল না ঘটে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!