ভবঘুরেকথা

দাঁড়াও, কোথা চলো, তোমরা কে বলো বলো।
আমরা আহিরিনী, সারা হল বিকিকিনি–
দূর গাঁয়ে চলি ধেয়ে আমরা বিদেশী মেয়ে।
ঘাটে বসে হোথা ও কে।
সাথী মোদের ও যে নেয়ে–
যেতে হবে দূর পারে,
এনেছি তাই ডেকে তারে।
নিয়ে যাবে তরী বেয়ে
সাথী মোদের ও যে নেয়ে–
ওগো প্রহরী,বাধা দিয়ো না, বাধা দিয়ো না,
মিনতি করি,
ওগো প্রহরী।

………………….
রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1936
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

এই গানটি “শ্যামা” গ্রন্থে আছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!