ভবঘুরেকথা
বিজয় সরকার

তোমার একদিন দেখিয়ারে পরান কাঁদে পরান বধুয়ারে,
আমার ফুল ঝরা বাগিচার পথে
তোমার আসা যাওয়া রে।।

লক্ষলোকের চোকের পরে এলে গোপনে
কেউ জানে না তুমি আমি জানি দুজনে
সে এক মধুর লগনে;
আমার হারিয়ে গেছে সেই সে-বনে
মনের কাকাতুয়ারে।।

তোমর রূপে আমার নয়ন মুগ্ধ গুণে মুগ্ধমন
সেই হইতে প্রিয়তম হয়েছি এমন
তোমায় দিয়েছি এ-মন;
আমি বুঝিয়াছি তুমি কেন
মনহারা যাদুয়ারে।।

কোকিলের কাকলি সাথে বসন্ত বাহার
ফাগুনের আগমনিতে ভ্রমরের ঝংকার
রঙ্গিন ফুলবন আমরি;
আরো বাতাসে ভাসিছে তোমার
মোহন মনুয়ারে।।

পাগল বিজয় বলে বাসন্তীরাত পূর্ণিমাতিথি
আমার বিরহ বাসরকুঞ্জে এতো অতিথি
গেয়ে মিলনের গীতি;
তোমার চরণে ঢালিবো প্রীতি
প্রেম চন্দনচুয়ারে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!