ভবঘুরেকথা

দুখ কইয়ো গো,
চান্দ-মন্দিরে নিরলে নিয়া।।
আর তাপিনী লো,
তাপে তাপে জনম গেল গইয়া।।
ওরে, পাইলে কইয়ো–
চিরদিন মরিামু ঝুরিয়া।।
আর লং–এলাচি জায়ফল-জত্রী
বাটায় ভরিয়া–
ওয়রে, বন্ধু আইলে দিয়ো পান
আদর করিয়া।।
আর চাতক বইলা মেঘের আশে
চরণ—পানে চাইয়া–
গো চান্দ মন্দিরে নিরলে নিয়া।।
আর ভাইবে রাধারমণ বলে,
শুনো রে কালিয়া :

পরা কি আপন হইব–
পিরিতের লাগিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!