ভবঘুরেকথা
মতুয়া সংগীত

(তাল গড়খেমটা)
দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা।
দক্ষিনদ্বারে দিয়ে তালা যম হয়েছে হরি বোলা।।
কেঁদে বলে চিত্রগুপ্ত, আজ হইতে ঘুচল জ্বালা;
ওরে পাপ পুণ্য হল শূন্য, হরি বলে সার করিব বৃক্ষতলা ।
কেঁদে বলে শমন দূতে, হাতের দণ্ড ভুমে ফেলা;
লয়ে গলায় বসন, লইগে শরণ, মতুয়ারা দয়ার সাগর হৃদয় খোলা।।
পুজকধ্যানী, কর্মীজ্ঞানী বাহিরে জপে তিলক মালা;
দেখে মতুয়ার ধারা, দুব্ল তাঁরা, আজ হতে তন্ত্র মন্ত্র ঠেলে ফেলা।।
কাজের মতুয়া গোলোক চন্দ্র সিংহের ধ্বনি জিনিয়া গলা;
ও তার ধ্বনি শুনে বিপদ গণে, তরাসে কাম কলি কয় পালা পালা।।
কাম কলির প্রতিজ্ঞা ছিল গৌড় প্রেমে দিব ধুলা;
এবার ঘাটে মাঠে বার উঠায়ে, শেষে মিলাইব কলির মেলা।।
ও তার, সাক্ষাৎ প্রমাণ চাদারদহ জানে যত মেয়ে পোলা;
কতো মারামারি, ব্যভিচারী, তেমনি বার সরা হিজল খেজুর তলা।।
ডেকে বলে তারকচন্দ্র বার দেখে কেউ হসনে ভোলা;
কেন সুধা থুয়ে গরল খাবি, অশ্বিনী ধর পাগলের করণ মালা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!