ভবঘুরেকথা
পাগলা কানাই

ধড়ে বলে মনের কাছে
ভবের খেলা এই তিন তাসে
খেলো সর্বজনা,
ঠকতে ঠকতে জিনতে পারবি মন
ও দানে পারবি খাঁটি সোনা।।

ও ধর তুমি জান না
খেলতে খেলতে খেলুয়া যেজন
ও তারে খেলাতে যাবে চেনা
দুই মুড়া দুই ছবি ধরা
ও তোর দলিলের কাগজ নিকাশ করে তারা
ও তোর সঙ্গে ছিল যোগী অন্য যারা
ও তারা তিন তাসে মিল দিছে।।

ও তার কি জমা খরচ আছে-
এই জগতে আর বহিগণ আছে
-ও তারা আদি এক জাগাতে আছে।
পাঁচেতে পাঁচ মিশে যাবে
পরমেতে জীব লয় হবে,
কার নিকাশ কে দিবে?

ও তিন তাসের খেলা সাঙ্গ হলো
ও হাকিম থাকে কোথা কারে,
ও থাকে কোন শহরে
পাগলা কানাই কয়, সুবিচার করে
ও সেদিন চোর ধরিবা কারে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!