ভবঘুরেকথা
বিজয় সরকার

নিজের চরকায় নিজে আগে দাও না তেল।
দিয়ে নিজের মাথায় তুলার টোপের পরের মাথায় ভাঙ্গ বেল।।

আগে নিজে করো নিজের ওজন
সাধনে করো সংশোধন
পরে করিলে উদ্বোধন সজাগ হবে সবার দেল;
নিজে শুদ্ধ হলে হেন দুয়ার রুদ্ধ থাকবে কেন
তোমার এই মতবাদ জেন
চলবে যেমন তুফান মেল।।

পরের বাড়ির মহোৎসবে
জুটে আসো মহৎসবে
পরের ডেকে ঘরকে বসাও না রে বেয়াক্কেল;
পরকে ডেকে ঘরকে বসাও নিজে খেয়ে পরকে খাওয়াও
তা নইলে কি বুঝিতে পাও
এই ঋণের দায়ে খাটবে জেল।।

জ্ঞানে যাহা বোঝ সত্য
কর্মে দেখাও তার মাহাত্য
সবাই বোঝে ধর্মের তত্ত্ব দেখে তোমার কর্মের খেল;
নতুবা এই বাচলতা মিলবে নাকো সফলতা
শুকাইবে ভক্তিলতা
শেষ পরীক্ষায় হবে ফেল।।

জ্ঞানে বৃহস্পতির মান্য
কর্মের বেলায় অকর্মণ্য
অলসপাপী কুকর্ণ ঘুমে কাটাও সারাবেল;
পাগল বিজয় বলে জীবন ভরে গেলাম শুধু পাচাল পড়ে
কর্মের পথে অনেকদূরে
বুকে রইলো দারুণ শেল।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!