ভবঘুরেকথা
মতুয়া সংগীত

(তাল ঠুংরি)
নিদাঘেতে দাগ লাগালি রে হরি দয়াময়।
হারে তোর লাগি প্রাণ যায়।
দুঃখ পাশরা নয়ন তারা, পাশরা না যায় তোমায়;
আমার মন প্রাণ করে চুরি, পাগল করলি আমায়।।
তোর বিচ্ছেদ বিরহ দাহ, দহিছে আমার হৃদয়;
আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ, কি আগুন লাগালি গায়।।
চিন্তানল হইল প্রবল, দাবানল লাগে কোথায়;
ও তোর বিরহ বারবানলে, এ জীবন মর জ্বলে যায়।।
সরল প্রানে দাগা দিয়ে, গরল ঢালি দিলি গাঁয়;
ও তোর বিচ্ছেদ ভুজঙ্গ হয়ে, দংশেছে আমার হৃদয় ‌
বলে গোঁসাই মহানন্দ, অশ্বিনী হ নিরাশয়;
আমার হরি চাঁদের নিহেতু প্রেম সহজে কি পাওয়া যায়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!