ভবঘুরেকথা
নীরা গোসাই

নীরা গোসাইয়ের আশ্রমে বার্ষিক মহোৎসব ২০২০

ওঁ
শ্রী হরি সহায়

ঋতুরাজ বসন্তের শুভাগমনে তমাছন্ন সকল জীব ও জগতের কল্যাণ ও মঙ্গল কামনায় কালেখারবেড় দক্ষিণপাড়া সার্বজনীন হরি মন্দির (শ্রীমৎ নিরাপদ গোসাইয়ের বাড়ি প্রাঙ্গনে) আগামী ইং ২২ ফেব্রুয়ারি তারিখ, বাংলা ৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ রোজ শনিবার থেকে ৩দিনব্যাপী বার্ষিক মতুয়া মহোৎসব এর আয়োজন করা হয়েছে।

উক্ত মহোৎসবে আপনাকে/আপনাদেরকে উপস্থিত থেকে এই মহোৎসবকে সর্বঙ্গীন সুন্দর ও সাফল্য মণ্ডিত করতে বিনম্র আহবান জানাচ্ছি।

ভক্তপদ রজ:প্রার্থী
মতুয়ার্চ্য শ্রীমৎ নিরাপদ গোসাই
ও তার দীনতম ভক্তবৃন্দ

সময়:
শনিবার-সোমবার
৯-১১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ
২২-২৪ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ

স্থান:
শ্রী শ্রী নীরা গোসাইর আশ্রম

শান্তি-হরি মন্দির (গোসাই বাড়ি)
কালেখারবেড় গ্রাম, রাজণগর ইউনিয়ন, রামপাল
বাগেরহাট, বাংলাদেশ।

আয়োজনে:
শ্রী শ্রী নীরা গোসাইর আশ্রম
কালেখারবেড়, বাগেরহাট, বাংলাদেশ।

: অনুষ্ঠান সূচি :

৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/২২ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ
শনিবার
সকাল ৯:০০ মিনিটে – ঘট স্থাপন
সকাল ৯.৩০ মিনিটে – অধিবাস

: যাতায়াত :
-খুলনা থেকে-

বাসসার্ভিস:
খুলনা থেকে মংলা মহাসড়ক পথে বাসে যেতে নামতে হবে ভাগা স্ট্যান্ডে। সেখান থেকে ভ‍্যানে/নসিমন বা ইজিবাইকে করে কালেখারবেড় দিঘির পাড় নেমে, পাঁচ মিনিট পায়ে হাঁটাপথ। ভাগা বাস্ট্যান্ড থেকে ৫কিমি পশ্চিম-দক্ষিণে।

খুলনা মংলা সড়কে বাবুরবাড়ি জিরো পয়েন্ট নেমে ভ্যান বা নসিমনে করেও গোসাই বাড়ি যাওয়া যায়।

…………………………………
তথ্যসূত্র: সুমন দাস বাউল ও কল্যাণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!