ভবঘুরেকথা
বিজয় সরকার

পথ ঢাকা ওই কাঁশের ফুলে
চর জাগানো নদীর কূলে
বাঁশি বাজায় শ্যামলকিশোর।
তার সুর সোহাগে তন্দ্রা লাগে
আবেশে তনুবিভোর।।

সাঁঝেরবেলায় সােধ পূরবী
বাতাসে ভেসে চলে তার সুরেরসুরভি;
আমি হেরিয়ে তার মোহানছবি
হারিয়েছি সবি মোর।।

নাচিছে সুরের সুরধুনি
আমারে বেঁধেছে তার সেই সুরের জাল বুনি;
এখন সব সুরে তার বাঁশি শুনি
নিদ্বন্দ্বে সন্ধ্যা কি ভোর।।

নিরজনে নদীর কিনারায়
আনমনা সে বাজায় বাঁশি নিঝুম নিরালায়;
আমার গুম আসে না ফুলবিছানায়
ঝরঝরো আঁখি লোর।।

উদাস সুরে ওঠে বাঁশির তান
ছুটে চলে সারা বিশ্বে বিরামহারা গান;
পাগল বিজয় বলে, জাগাও আমার প্রাণ
সেই সুরেতে মনচোর।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!