ভবঘুরেকথা
মহাত্মা ফকির লালন সাঁইজি

ফকির লালনের বাণী : প্রবর্তদেশ

১০০১.
পণ্য ধর্ম হিত কর্ম
চেনে তার নিগূঢ় মর্ম।

১০০২.
যাতে হবে মন্দ তাই পছন্দ
করেছ আজন্ম কাল।

১০০৩.
আপন পাপ স্বীকার করি
সিরাজ সাঁইয়ের পশ্চাতে ফিরি,
লালন বলে পূণ্য পাব স্বর্গে যাব
এর চেয়ে আর কি ভালো।

১০০৪.
মরার আগে ম’লে শমন জ্বালা ঘুচে যায়।
জানগে কেমন মরা কীরূপ
জানাজা তার দেয়।

১০০৫.
জ্যান্তে মরিয়ে সুজন
লয়ে খেলকা তাজ তহবন
ভেদ সাজায়।

১০০৬.
রূপ ছাপাই হয় কিসে তাহার
কবর কোথায়।

১০০৭.
মরার শৃঙ্গার ধরে
উচিত জানাজা করে
সে যথায়।

১০০৮.
সেই মরা আবার মরিলে
জানাজার কি হয়।

১০০৯.
কথায় হয় না সে মরা
তাদের করণ বেদ ছাড়া।

১০১০.
ফকির লালন বলে সমঝে পর
মরার হার গলায়।

১০১১.
একবার চাঁদ বদনে বল রে সাঁই,
বান্দার এক দমের ভরসা নাই।

১০১২.
কি হিন্দু কি যবনের বালা
পথের পথিক চিনে ধর এই বেলা।

১০১৩.
পিছে কাল-শমন আছে সর্বক্ষণ
কোনদিন বিপদ ঘটাবে ভাই।

১০১৪.
আমার বিষয় আমার বাড়িঘর
সদয় এই রবে দিন গেলরে আমার।

১০১৫.
বিষয় বিষ খাবা সে ধন হারাবা
শেষে কাঁদলে কি আর শোনবে তাই।

১০১৬.
নিকটে থাকিতে রে সে-ধন
বিষয় চঞ্চলাতে খঁজলে না এখন।

১০১৭.
অধীন লালন কয়, এ-ধন কোথা রয়
আখেরে খালি হাতে সবাই যাই।

১০১৮.
জিন্দা পীর আগে ধরোরে।
দেখে শমন যাক ফিরে।

১০১৯.
আয়ূ থাকিতে আগে মরা
সাধক যে তার এমনি ধারা।

১০২০.
প্রেমোন্নাদে মাতোয়ারা
সে কি বিধির ভয় করে।

১০২১.
মরে যদি ভেসে ওঠে
সে তো বেড়ায় ঘাটে ঘাটে।

১০২২.
মরে ডোবো শ্রীপাটে
বিধির অধিকার ত্যাগেরে।

১০২৩.
হায়াতের আগে যে মরে
বাঁচে সে মউতের জোরে।

১০২৪.
দেখোরে মন হিসাব করে
ফকির লালন কয় ডেকেরে।

১০২৫.
ও তোর ঠিকের ঘরে ভূল পড়েছে মন।
কিসে চিনবি রে মানুষ রতন।

১০২৬.
আপন খবর নাই আপনারে
বেড়াও পরের খবর করে।

১০২৭.
আপনারে চিনলে পরে
পর কে চিনা যায় তখন।

১০২৮.
ছিলি কোথা আলি হেথা
স্বরণ কিছু হল না তা।

১০২৯.
কি বুঝে মুড়ালি মাথা
পথের নাই অন্বেষণ।

১০৩০.
যার সঙ্গে এই ভবে আলি
তারে আজ কোথায় হারালি।

১০৩১.
সিরাজ সাঁই কয় পেটশাখালি
তাই লয়ে পাগল লালন।

১০৩২.
সরল হয়ে করবি কবে ফকিরি।
দেখ মনরায় হেলায় হেলায় দিন তো হলো আখেরি।

১০৩৩.
ভজবি রে লা-শরিকালা
ঘুরিস কেন কল্কেতলা।

১০৩৪.
খাবি রে নৈবেদ্য কলা
সেইটা কি আসল ফকিরি।

১০৩৫.
চাও অধীন ফকিরি নিতে
ঠিক হয়ে কই ডুবলি তাতে।

১০৩৬.
কেবল দেখি দিবারাতে
পেট পূজার টোল ভারি।

১০৩৭.
গৃহে ছিলি ছিলি ভালো
আঁচলা ঝোলায় কি লাভ হলো,
সিরাজ সাঁই কয় নাহি গেলো
লালপড়া লালন তোরই।

১০৩৮.
সেই প্রেমময়ের প্রেমটি অতি চমৎকার,
প্রেমে অধম-পাপী হয় উদ্ধার।

১০৩৯.
দুনিয়াতে প্রেমের তরি বানিয়ে
দিলেন পাঠাইয়ে পাপীর লাগিয়ে।

১০৪০.
মানুষ চাপিয়ে তাতে, অনায়াসেতে
স্বর্গেতে পায় অধিকার।

১০৪১.
সত্য প্রেমের কথা নাইক বৃথা
তাই খলতা নাই চাই প্রেমের সরলতা।

১০৪২.
নির্মল প্রেমে, ক্রমে ক্রমে
মনের ময়লা রয় না আর।

১০৪৩.
সেই প্রেমের ভাব বোঝা ভার
মধুর আলাপে বসে আছি অনিবার।

১০৪৪.
প্রেমে মগ্ন হলে, হৃদয় গলে
লালন বলে দূরে যায় পাপ-অন্ধকার।

১০৪৫.
এসেছোরে মন যে পথে।
যেতে হবে সেই পথে।

১০৪৬.
মোহমায়ায় ভুলে র’লি
আজকাল বলে দিন ফুরালি।

১০৪৭.
করো ঐ নামে কৃতাঞ্জলি
যদি সময় হয় তাতে।

১০৪৮.
সেই পথের নাম ত্রিবেণীর ঘাট
বাঘে সর্পে ধরেছে বাট।

১০৪৯.
রসিকজনা সেই ঘাটের তট
মনা যাচ্ছে তাঁর সাথে।

১০৫০.
সেই পথেতে তিনটি মরা
পেলে মানুষ খাচ্ছে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!