ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

ফকির লালনের বাণী : সাধকদেশ

১২৫১.
ভজলে যদি হয় গো সত্য
গুরু ধরে নেও গো জেনে।

১২৫২.
আদ্য যদি সঙ্গ করে কোন ভাগ্যবানে
সেই তো দেখেছে লীলা বর্তমানে।

১২৫৩.
সিরাজ সাঁই বলে লালন যাস নে
অনুমানে সেই শ্রীবাস অঙ্গনে।

১২৫৪.
গোপনে রয়েছে খোদা তারে চেন নি
কাম গোপন প্রেম গোপন লীলা নিত্য গোপন।

১২৫৫.
দেহেতে তোর মক্কা গোপন
তাও হইল জানাজানি।

১২৫৬.
আদমে আহাদ গোপন
মিমে দেখ তার নূর গোপন।

১২৫৭.
নামাজে হয় মারফত গোপন
তাও আবার জান নি।

১২৫৮.
আছে আরশ – কুরছি লহুকালাম গোপন
তাই বলে ফকির লালন।

১২৫৯.
গোপনে রয়েছে খোদা তারে চেন নি
কাম গোপন প্রেম গোপন লীলা নিত্য গোপন।

১২৬০.
দেহেতে তোর মক্কা গোপন
তাও হইল জানাজানি।

১২৬১.
আদমে আহাদ গোপন
মিমে দেখ তার নূর গোপন।

১২৬২.
নামাজে হয় মারফত গোপন
তাও আবার জান নি।

১২৬৩.
আছে আরশ – কুরছি লহুকালাম গোপন
তাই বলে ফকির লালন।

১২৬৪.
সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে।
মনে প্রাণে ঐক্য করে ডাকছে তারে যেজনে।

১২৬৫.
যার দেহে নাই প্রেমের অঙ্কুর
সাধন ভজন সব হবে রে দূর।

১২৬৬.
যার হিংসা ভরা দেল সমুদ্দুর
শুদ্ধ হবে কেমনে।

১২৬৭.
যার দেহে রয় কুটিলতা
মুখে বলে সে সরল কথা।

১২৬৮.
ও অন্তরে যার গরল গাঁথা
প্রাপ্তি হবে কেমনে।

১২৬৯.
ফকির লালন বলে রূপ নয়নে
আছে যে জন যোগ ধ্যানে।

১২৭০.
কাজ কিরে তার লোক জানানো
সাধন করে নির্জনে।

১২৭১.
হতে চাও হুজুরের দাসী।
মনে গিল্লাদ পোরা রাশি রাশি।

১২৭২.
না জান প্রেম উপাসনা
না জান সেবা-সাধনা,
সদাই দেখি ইতরপনা
প্রিয় রাজি হবে কিসি।

১২৭৩.
কেশ বেঁধে বেশ করলে কী হয়
রসবোধ না যদি রয়।

১২৭৪.
রসবতী কে তারে কয়
কেবল মুখে কাষ্ঠ হাসি।

১২৭৫.
কৃষ্ণপদে গোপী সুজন
করে ছিল দাস্য সেবন।

১২৭৬.
লালন বলে তাই কি রে মন
পারবি ছেড়ে সুখবিলাসী।

১২৭৭.
অধরাকে ধরতে পারি কই গো তারে তার।
আত্মা রূপে চলে ফিরে
মানুষ মারা কলের উপর।

১২৭৮.
প্রেমগঞ্জের রসিক যারা কামগঞ্জে ভুল
কামে থেকে ধরতে পারে তরঙ্গের কূল।

১২৭৯.
এ পাড়তে বসে দেখি ঐ পাড়তে কূল
মানুষ মারি মানুষ ধরি মানুষ খবরদার।

১২৮০.
শূন্যের উপর ধনুক ধরা বেজায় বিষফল
চলক পলকে হেলে পড়ে এয়ছা মজার কল।

১২৮১.
ক্ষণেক ধরা ক্ষণেক অধর পথ ছাড়া অপেথে চল
ক্ষণেই নিরাকার মানুষ ক্ষণেই আকার।

১২৮২.
ও সে আবার ভাঙ্গা যন্ত্র বাজে ঠসঠস
পাকে পাকে তার ছিঁড়ে যায় করে খসখস।

১২৮৩.
সিরাজ সাঁই কয় বাজে না ভাঙ্গা বস্
লালন রে তোর কেবল দৌড়াদৌড়ি সার।

১২৮৪.
আছে কোন মানুষের বাস কোন দলে।
ও মন মানুষ মানুষ সবাই বলে।

১২৮৫.
অযোনী সহজ সংস্কার
কারে কি সঙ্গে সাধবো এবার।

১২৮৬.
বড় অগম্ভু মানুষ নীলে
সে মানুষ নীলে।

১২৮৭.
সংস্কার সাধন না জানি
কোথা পাই সহজ কোথায় অযোনী।

১২৮৮.
বেড়াই গোলে হরিবোল বলে
ওসে হরিবোল বলে।

১২৮৯.
তিন মানুষের করণ বিচক্ষণ
ও তাই জানলে হবে এক নিরূপণ।

১২৯০.
অধীন লালন প’লো গোলেমালে
বিষম গোলেমালে।

১২৯১.
মন রে দিনের ভাব যেই ধারা,
শুনলে রে জীবন অমনি হয় সারা।

১২৯২.
ওসে মরার সঙ্গে মরে ভাবসাগরে
ডুবতে যদি পারে রসিক তারা।

১২৯৩.
অগ্নী ঢাকা জৈছে ভস্মের ভিতরে
সুধা তমনি আছে গরলে হলকরে।

১২৯৪.
ও কেউ সুধার লোভে যেয়ে মরে গরল খেয়ে
মন্হনে সু-তাক না জানে যারা।

১২৯৫.
দুধে ননিতে মিলন সর্বদা
মন্হন-দণ্ডে করে আলাদা আলাদা।

১২৯৬.
মনরে তমনি ভাবের ভাবে, সুধানিধি পাবে
মুখের কথা নয়রে সে ভাব করা।

১২৯৭.
যে স্তনেতে দুগ্ধ খায় রে শিশু ছেলে
জোকের মুখে সেতা রক্ত এসে মেলে।

১২৯৮.
অধীন লালন ভেবে বলে বিচার করিলে
কুরসে সুরস মেলে সেই ধারা।

১২৯৯..
যেও না আন্দাজী পথে মন রসনা।
কুপথে কুপ্যাঁচে পলে
প্রাণে বাঁচবে না।

১৩০০.
পথের পরিচয় করে
যাও না মনের সন্ধ মেরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!