ভবঘুরেকথা
ফকির লালন শাহ্

ফকির লালনের বাণী : সাধকদেশ

১৭০১.
অবিম্বু উথলিয়ে নীর
হয়েছিল নৈরাকার,
ডিম্বুরূপ হয়গো তার
সৃষ্টির ছলে।

১৭০২.
আত্মতত্ত্ব আপনি ফানা
মিছে করি পড়াশোনা,
লালন বলে যাবে জানা
আপনার আপনি চিনিলে।

১৭০৩.
ম’লে গুরু প্রাপ্তি হবে
সে তো বড় কথার কথা,
জীবন থাকিতে যাঁকে
না দেখিলাম হেথা।

১৭০৪.
সেবা মূরকলন তাঁরই
না পেয়ে কার সেবা করি,
আন্দাজী হাতড়ে ফিরি
কোথা তার লতাপাতা।

১৭০৫.
সাধক হবে এই ভবে যার
সেইরূপ চক্ষে হবে নিহার।

১৭০৬.
তাঁরই বটে সেইরূপ সাকার
মেলে সে যথাতথা।

১৭০৭.
ভজে পাই কি পেয়ে ভজি
কোন ভজনে হয় সে রাজি,
সিরাজ সাঁই কয় কী আন্দাজী
লালন ফকির মুড়ায় মাথা।

১৭০৮.
গুরু বিনে সন্ধান কে জানে।
সে ভেদ জাহের নয় তা বাতেনে।

১৭০৯.
সুধার কথা লোকে বলছে
গুরুর কাছে সুধা আছে
জানগে উদ্দিশে;
সুধা নিধি দেখতে পাবি
ভক্তি দাও ঐ চরণে।

১৭১০.
বারো মাসে তেরো তিথি সে
সে চাঁদে নাই অমাবস্যে
ভজনে স্থিতি সে;
মাসে মাসে জোয়ার আসে
চন্দ্র উদয় সেইখানে।

১৭১১.
রোহিনীর চাঁদ কপালেতে রয়
নীলপদ্মে কৃষ্ণের আসন হয়
বসে সেবা নেয়;
লালন ভণে ভরা গাঙ্গে
আত্মতত্ত্ব নাই মনে।

১৭১২.
হিরে লাল জহুরের কুঠি।
আছে এই মানুষ ধড়ে
দেখরে মন হয়ে খুঁটি।

১৭১৩.
যেমন গাভীর ভাণ্ডে গোরেচনা
গাভী তার মর্ম জানে না।

১৭১৪.
হসনে যেন তেমনি মনা
বলো বারো পন্তি।

১৭১৫.
যেমন সর্পের মাথায় মণি
ব্যাঙ্গা খায় ধরে তেমনি।

১৭১৬.
মেওয়া ছেড়ে অমনি
খাসনে যেন মাটি।

১৭১৭.
দিয়েছে যে ধন সাঁই
কেড়ে নিতে দেরি তো নাই।

১৭১৮.
লালন বলে খোঁজে তাই
ঘরের ছোড়ান কাঠি।

১৭১৯.
আমি কি সাধনে পাই গো তাঁরে।
ও সে ব্রহ্মা বিষ্ণু ধ্যানে
পায় না যাঁরে।

১৭২০.
স্বর্গ শিখর যাঁর নির্জন গুহা
স্বরূপে সেহি চাঁদের আভা।

১৭২২.
আভা ধরতে চাই, হাতে নাহি পাই
কীরূপে সেরূপ যায়গো সরে।

১৭২৩.
পড়ে শাস্ত্রাভাষ কেহ কেহ কয়
পঞ্চতত্ত্ব হলে সেই তাঁরে পায়।

১৭২৪.
ও সে পঞ্চতত্ত্বের ঘর, সেও তো অন্ধকার
নিরপেক্ষ রয় দেখো বিচারে।

১৭২৫.
গুরুপদে আজ হইত মরণ
তবে বুঝি সফল হইত জনম।

১৭২৬.
ভেবে লালন কহে ওরে মন
আমার ভাগ্যে তাও ঘটলো নারে।

১৭২৭.
মনরে আত্মতত্ত্ব না জানিলে।
ভজন হবে না পড়বি গোলে।

১৭২৮.
আগে জানগে কালুল্লা
আনাল হক আল্লা
যাঁরে মানুষ বলে;
পড়ে ভূতে মন আর হসনে বারংবার
একবার দেখ না প্রেমনয়ন খুলে।

১৭২৯.
আপনি সাঁই ফকির
আপনি হয় ফিকির
ও সে লীলার ছলে।

১৭৩০.
আপনারে আপনি, তুলে রব্বানী
আপনি ভাসে আপন প্রেমজলে।

১৭৩১.
লাইলাহা তন
ইল্লাল্লাহ জীবন
আছে প্রেম যুগলে।

১৭৩২.
লালন ফকির কয়, যাবি মন কোথায়
আপনারে আজ আপনি ভুলে।

১৭৩৩.
শুধু মুখের কথায় কিরে সে ধন মেলে।
সে ভক্তের অধীন কালে কালে।

১৭৩৪.
মনগুরুকে বাধ্য করে
যারে বাছা নদীর তীরে,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!