ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

বসতবাড়ির ঝগড়া কেজে
কিছুই আমার মিটলো না,
কার গোয়ালে কে দেয় ধূমা
সব দেখি তা-না-না-না।।

ঘরের চোরে ঘর মারে যার
বসতের সুখ হয় কিসে তার,
ভূতের কীর্তন দেখি যে প্রকার
তেমনি তার বসতখানা।।

দেখেশুনে আপ্ত কল
বাড়ির কর্তা ব্যক্তি হত হলো,
সাক্ষাতে ধন চোরে গেল
এ লজ্জা তো যাবে না।।

সর্বদা হাকিমের তরে
আর্জি করি বারে বারে,
লালন বলে সেও আমারে
একবার ফিরে চাইলো না।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!