ভবঘুরেকথা
পাগলা কানাই

বাওহা এক কলের রথ গড়ে দিছে দীননাথ
এশন রথ আর কভূ দেখি নাই।
সে রথের গড়েছে আনন্দ খুঁটি,
দেখতে বড় পরিপাটি-দেখতে চমৎকার,
এই রকম রথ কভূ দেখি নাই।।


এ রথ-গড়া কামিলকারের যদি নাগাল কেহ পা’তো,
ভব তার মানব-জনম-বাঞ্ছা পূরণ হোত,
তবে সে রথে চড়ে ছুতার বাড়ি যাইত।
রথের চাকা চূড়োতে গাঁথা আছে এক সূতে
না হলে রথ চলতে পারে না।।


ও রথের সারথি আর ইচ্ছা-মন
যখন বলে চাকা ঘোর,
কোথায় চলে যায়।
সেই রথের সঙ্গে দেখা হলি
রথে কথা কয়।।


এ বড় সে গৌরব কথা,
তাই পাগল কানাই কয়।
::দেহতত্ত্ব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!