ভবঘুরেকথা

তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
তাই ভয়ে ঘোরায় দিক্‌বিদিকে,
শেষে অন্তরে পাই সাড়া ॥

যখন হারাই বন্ধ ঘরের তালা-
যখন অন্ধ নয়ন, শ্রবণ কালা,
তখন অন্ধকারে লুকিয়ে দ্বারে
শিকলে দাও নাড়া ॥

যত দুঃখ আমার দুঃস্বপনে,
সে যে ঘুমের ঘোরেই আসে মনে-
ঠেলা দিয়ে মায়ার আবেশ
কর গো দেশছাড়া।

আমি আপন মনের মারেই মরি,
শেষে দশ জনারে দোষী করি-
আমি চোখ বুজে পথ পাই নে ব’লে
কেঁদে ভাসাই পাড়া ॥

…………………..
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1336
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!