ভবঘুরেকথা
বিজয় সরকার

বুকের ব্যথা মুখে বলা দায় নিঠুর কারা রে
তোর জ্বালা আর সয় না জীবনে-
ও তুই মাঠে থাকিস ধেনু রাখিস বুঝবি কেমনে।।

কি মোহিনী জানে রে বন্ধু তোর ঐ বাঁশের বাঁশি,
গোপন প্রাণে দাগা দিলো কোন্ সন্ধানে আসি রে,
গলে পড়লো প্রেমের ফাঁসি;
তোর বাঁশিতে হয়ে উদাসী ছুটে আসি বনে।।

আগে যদি জানিতাম তোর কুটিল পিরিতি,
ভুল করে দেখতাম না তোর কুলনাশা মুরতি
এ-মন দিতাম না তোর প্রতি;
তোর সর্বনাশা বাঁশিরগীতি শুনতাম না শ্রবণে।।

মুখ ফুটে যদিও তোরে কই নি মনের ভাব,
চোখের জলে বুঝিস নাই কি অন্তরের অভাব
এ তোর রাখালে স্বভাব;
তোরে সেই দিন দিলাম প্রাণের জবাব প্রথম দরশনে।।

পাগল বিজয় বলে, আশা লতায় নাইবা ফুটলো ফুল
তবু তো মানে না মনে ভালোবাসা ভুল
ওরে প্রিয় পরানপুতুল;
আমি তোর লাগি সাজিয়া বাউল বাস করবো বিজনে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!