ভবঘুরেকথা
গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য নিমাই বৈষ্ণব

শ্রীএকাদশী ব্রত
যাবজ্জীবন একাদশীর উপবাস করিবে। হরিবাসরে সমাগত ব্রহ্মহত্যাদি সমস্ত পাতক অন্নে অধিষ্ঠিত হয়, এজন্য হরিবাসের অর্থাৎ একাদশীতে অন্ন বোজন করিলে ঐ সমস্ত পাতকই তাহার হয়।
জল, মূল, ফল, দুগ্ধ , ঘৃত, ব্রাহ্মণ কামনা, গুরুবাক্য ও ঔষধ এই আটটিতে ব্রত নষ্ট হয় না। কিন্তু শয়নৈকাদশী, পাশ্বৈকাদর্শী ও উত্থানৈকাদশীতে নির্জ্জুল। বা কাষ্ঠ উপবাস করিতে হয়।

অন্যান্য ব্রত বা উপবাসাদি
অষ্টমহাদ্বাদসী, শ্রীবামনদ্বাদশী, শ্রীনৃসিংহচতুর্দ্দশী ও শ্রীশ্রী জন্মাষ্টমী ব্রত এবং শ্রীরামনবমী অবশ্য পালনীয়। বৈষ্ণবেরা শিবরাত্রি ব্রত প্রয়োজন মনে না করিলেও সদাচারীদের শিবরাত্রি উপবাস বিধি।
অন্যান্য জন্মতিথি- শ্রমদদ্বৈত মহাপ্রভুর জন্মতিথি (মাঘীশুক্লাসসপ্তমী), শ্রীমন নিত্যানন্দ প্রভুর জন্মতিথি (মাঘী শুক্লাত্রয়োদশী), শ্রী শ্রীগৌরাঙ্গ প্রভুর জন্মতিথি (ফাল্গুনী পূর্ণিমা), করাধিকার জন্মতিথি (রাধাষ্টমী) ব্রত উপবাস দেবতাদিগেরও কর্ত্তব্য।

……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!