ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

ভজা উচিত বটে ছড়ার হাঁড়ি।
যাতে শুদ্ধ করে ঠাকুরবাড়ি।।

চন্ডীমন্ডপ আর
হেঁসেল ঘর-দুয়ার,
কেবল শুদ্ধ করে
ছড়ার নুড়ি।।

ছড়ার হাঁড়ির জল
ক্ষণেক পরশ ফল,
ক্ষণেক ছুসনে বলে
করো চেগুড়ি।।

ছড়ার হাঁড়ির মত
আছে আর একতত্ব,
লালন বলে জাগাও
বুদ্ধির নাড়ি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!