ভবঘুরেকথা
বিজয় সরকার

ক্ষ্যাপারে পাগলরে ভাব না জেনে পিরত করো না।
এবার সৃহৃদ চিনে পিরিতি করো কোনো অভাব রবে না
মানুষ চিনবি রয়ে সয়ে শান্ত-স্নিগ্ধ স্বভাব লয়ে
দগ্ধ হোসনা মুগ্ধ হয়ে দুগ্ধ দিয়ে গোচনা।।

মধু হয় না বল্লার চাকে
ইলিশমাছ কি বিলে থাকে
কিলালে কি কাঁঠাল পাকে সব লোকের জানা;
কুজন সাথে করলে পিরিত
হিতফল ফলবে বিপরীত
নষ্ট হবে মানব চরিত চোখ থাকতে হবি কানা।।

প্রেম গাছে চড়িস না সখে
ঝকমারি করিস না ঝোঁকে
শুধু কামড়ালে মৌচাকে মধু মিলবে না;
ডাল ভাঙ্গিয়া তলায় পলে
জনম তোর যারে বিফলে
যেমন চিনির ভারা ডুবলে জলে কোনো কাজে লাগে না।।

পিরিত করে লায়লি-মজনু
নিষ্কাম প্রেমে ভরা তনু
তনুতে নাহি অতনু প্রেমের দেয়ানা;
চন্ডিদাস পিরিত করে
এক মরণে দুজন মরে
এমন পিরিত যে-জন করে মরিলেও প্রেম ছোটে না।।

গুণে কর্মে সমান দুজন
মিলিবে সুজনে সুজন
প্রেম নদীতে ধরবি উজান তীরে ফিরবি না;
বেঁধে রাখবি কলা কৌশলে
মাতঙ্গ মাকড়সার জালে
পাগল বিজয় বলে, এই কপালে ঘটলো কই সে সাধনা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!