ভবঘুরেকথা

ভুলে যাই থেকে থেকে
তোমার আসন-‘পরে বসাতে চাও
নাম আমাদের হেঁকে হেঁকে ॥

দ্বারী মোদের চেনে না যে,
বাধা দেয় পথের মাঝে ॥
বাহিরে দাঁড়িয়ে আছি,
লও ভিতরে ডেকে ডেকে ॥

মোদের প্রাণ দিয়েছ আপন হাতে,
মান দিয়েছ তারি সাথে।
থেকেও সে মান থাকে না যে
লোভে আর ভয়ে লাজে-
ম্লান হয় দিনে দিনে
যায় ধুলাতে ঢেকে ঢেকে ॥

……………….
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ পৌষ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ জানুয়ারি, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!