ভবঘুরেকথা

(ভ্রামরী)
মাগো গো তুই, কার নন্দিনী
ভ্রমর লয়ে মা করিস খেলা।
তনুতে মা তোর সপ্ত বর্ণ
ইন্দ্রধনুর রঙের মেলা॥

একী অপরূপ চিত্রকান্তি
স্নিগ্ধ নয়নে একী প্রশান্তি
চিত্র-ভ্রমর মুঠো মুঠো নিয়ে
আকাশে ছড়াস সারাটি বেলা॥

ভূষিতা চিত্র-আভরণে তুই
তেজোমণ্ডল-বিমণ্ডিতা,
কে তুই ত্রিলোক-হিতার্থিনী
ভ্রামরীরূপা আনন্দিতা।
কোন সে অসুর বধিবার আশে
ভ্রমর ছাড়িস আকাশে বাতাসে,
সব উৎপাত-বিনাশিনী শিবে
দে মা আমারে চরণ-ভেলা॥

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!