ভবঘুরেকথা
ভবা পাগলা

মহান সাধক ভবাপাগলা প্রতিষ্ঠিত
মা আনন্দময়ী কালী মন্দিরের বাৎসরিক
১০৪তম মহাপূজা ও ৪দিনব্যাপী বিশাল মেলা
শনিবার-মঙ্গলবার, ২৬-২৯ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ
শনিবার-মঙ্গলবার, ১১-১৩মে ২০১৯ খ্রিস্টাব্দ

সুধি,
প্রতি বছরের ন্যায় এবারও বৈশাখ মাসের শেষ শনিবার অর্থাৎ আগামি ১১ ই মে ইং এবং ২৬শে বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ হইতে মোট ৪দিন ব্যাপি মহাসাধক ভবা পাগলার জন্মস্থান ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা গ্রামে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীবৃন্দ তত্ব ও ভাব সংগীত পরিবেশন করে থাকেন। আপানারা সকলে আমন্ত্রিত।

অনুষ্ঠানসূচি:
২০ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ শনিবার –
মহাবিষ্ণুরূপে মা ভবানীর মহাপ্রকাশ ও সপ্তাহব্যাপী শুভাস্থান এবং গ্রহরাজ পূজা
২১ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ রবিবার – সকাল ৭ ঘটিকায় কালনা শহরব্যাপী ভবা পাগলার বর্ণাঢ্য শোভাযাত্রা
২২ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ সোমবার – বিকালে সঙ্গীময় ভাববতী কথা
২৩ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার –বিকালে সঙ্গীময় ভাববতী কথা
২৪ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ বুধবার – বিকালে সঙ্গীময় ভাববতী কথা
২৫ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ বহস্বাপতিবার – প্রভাতে সপ্তসতী মহাযজ্ঞ আর সন্ধ্যায় লীলাকীর্তণ ও হরিণাম সংকীর্ত্তণ অধিবাস
২৬ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ শুক্রবার – সকাল ৫ ঘটিকায় ভবানি মন্দিরে নিশান উত্তোলন; উদয়াস্তু ভুবন মঙ্গল তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও হরিনাম সংকীর্ত্তণ সন্ধ্যায় শ্রী শ্রী চরিতামৃত পাঠ ও ঢাকবরণ অনুষ্ঠান।
২৭ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ শনিবার – সকাল ৪-৮ঘটিকা ব্রহ্মমুহূর্তে মহাচন্ডীপাঠ সহযোগে ভবার গান (পরিবেশনায় ভবার অশোক ভাই)।
সকাল ৮-১০ ঘটিকায় প্রাত:কালীন পূজা, বাল্যভোগ নিবেদন ও ভগবৎ পাঠ (পরিবেশনায় সঞ্জয় পন্ডিত)
সকাল ১০ ঘটিকায় ভবার কথা : আচার্য্য গোপাল ক্ষেত্রী
অতপর ভবা পাগলার সাধনা সঙ্গীত ও বাউল গান

-যাতায়াত-

বাস সার্ভিস: ঢাকা থেকে গাবতলি থেকে এস বি লিংক-এ করে মানিকগঞ্জের সাটুরিয়া নামতে হবে। সেখানে থেকে অটোতে করে আমতা গ্রামে ভবা পাগলের আশ্রমে পৌঁছাতে হবে। সাটুরিয়া থেকে আমতা গ্রামে যাবার কথা যে কাউকে বললেই অটো দেখিয়ে দিবে।

পরমে পরমো জানিয়া… শিল্পী আরিফ বাউল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!