ভবঘুরেকথা

মুর্শিদের মহৎ গুণ নেনা বুঝে।
যার কদম বিনে ধরমকরন মিছে।।

যতসব কলমা কালাম
ঢুঁড়িলে মেলে তামাম
কোরান বিছে;
তবে কেন পড়া ফাজেল
মুর্শিদ ভজে।।

মুর্শিদ যার আছে নিহার
ধরিতে পারে অধর
সেই অনাসে;
মুর্শিদ খোদা ভাবলে জুদা
পড়বি প্যাঁচে।।

আলাদা বস্তু কি ভেদ
কিবা সে ভেদ মুর্শিদ
জগৎ মাঝে;
সিরাজ সাঁই কয় দেখরে লালন
আক্কেল খুঁজে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!