ভবঘুরেকথা

(চালক)
মোহন মূরতি শোভা, রতি পতি মতি শোভা
তোরা শুনে যা, দেখে যা কুলজা গো।।

যেন তরুণ অরুণ বরণ গো
কিবা স্মরণ বরণ কিরণ গো।

করে করঙ্গ গৌরাঙ্গ করে রঙ্গ
সখী কে হ’ল গৌরাঙ্গের বৈরংগ।

রাধা প্রেমে তোর কৌপীন ডোর পরনে গো
ভয় নাই মরণে চরণে গো।

পেল তাপিনী গোপিনী সুসময় গো
এলো দয়াময় রসময় অসময় গো।

হয় না শমন ভবন গমন গো
রাধার মন শমন দমন গো।।

(তাল-রাণেটি)
যেন অকলঙ্ক কালশশী, ভূতলে পড়েছে খসি গো
শ্রীহরিচরণ পাবি হরে কর শ্রীচরণ আরাধনা।

………………………………………………….
হরিবর সরকার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!