ভবঘুরেকথা
বিজয় সরকার

যদি মানুষ মেলে মেলে না রে মন আমার দু:খের কথা শোন্
মনমেলা মানুষ মেলে না বিধির কি ঘটন।।

দেখি স্বার্থ মুখে সবাই সুখি
নাই কি পরার্থজীবন।।

প্রাণের টানে যার নিকটে যাই
সে বলে যে কোন কিছু চাই
না-চাওয়া না-পাওয়া মানুষ খুঁজিয়া না পাই;
কেমনে তার সাথে আমার মন মিলাই
দুজনার দোটানা গন।।

দেখি যখন দুয়েক জনের মুখ
মনে ভাবি পাবো শান্তিসুখ
বুঝিয়া তো পাই না তাদের ওজন কতো টুক;
যখন বুকেতে মিশাতে যাই বুক
ফাঁক পড়ে দুচার যোজন।।

মনের মরম সে বুঝতে পায় না
পিরিতি পরান জুড়ায় না
আমি চাহি তাহার দিকে সে ফিরে চায় না;
সে যে ঠুনকো পিরিত কাঁচের আয়না
ভাঙ্গতে লাগে কতোক্ষণ।।

সবাই পাগল পিরিতের জন্য
বুকে মুখে নাহি সৌজন্য
পাগল বিজয় বলে, মনে মন মিলে না সেই জন্য;
হবে প্রেম পিরিতি জীবনধন্য
দুই জনার হলে একমন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!