ভবঘুরেকথা

যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখধারার ভরা স্রোতে
তারে ডাক দিলে আজ কোন্‌ খেয়ালে
আবার তোমার ও পার হতে ॥

শ্রাবণ-রাতে বাদল-ধারে উদাস ক’রে কাঁদাও যারে
আবার তারে ফিরিয়ে আনো ফুল-ফোটানো ফাগুন-রাতে ॥

এ পার হতে ও পার ক’রে বাটে বাটে ঘোরাও মোরে।
কুড়িয়ে আনা, ছড়িয়ে ফেলা, এই কি তোমার একই খেলা-
লাগাও ধাঁধা বারে বারে এই আঁধারে এই আলোতে ॥

………………………….
রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ বৈশাখ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ মে, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!