ভবঘুরেকথা

(তাল – গড়খেমটা)
কারণ যুদ্ধ কর ধনুক ধর, শ্রীগুরুর সনে।
আপন মন হলে সই, সমরে জয়ী, হবি মন শঙ্কা কি আছে মনে।
শ্রদ্ধারথে করি আরোহণ,
ভজন পূজন অশ্ব যুড়ি করতে চল রণ;
সারথি সাজাও মন পবন, মনা ভাই হানা দে গুরুর রণে।।
অনুরাগে ছাড় হুঙ্কার;
জয় হরিবোল বলে দাও মনধনুকে টঙ্কার;
সমরতে হও অগ্রসর, সাজায়ে সামর্থ্য সৈন্যগণে।।
জ্ঞান ধনুকে যুড়ে ভক্তি বান,
গুরুর প্রতি শীঘ্রগতিকর সু-সন্ধান;
সমরেতে হয়ে সাবধান, ভক্তিবান হান গুরুন চরণে।।
করণ যুদ্ধ করে গোলোকচাঁদ,
হরিচাঁদকে প্রাপ্ত হল পেতে প্রেমের ফাঁদ;
তাই স্বহস্তে লিখলেন তারকচাঁদ; হরিচাঁদ রামরূপ দেখায় হীরামনে।।
গোঁসাই মহানন্দ করিয়া গর্জ্জন,
ডেকে বলে অশ্বিনী তুই যুদ্ধের কথা শোন।
যদি গুরু সঙ্গে করিবি রণ, পলক মারিসনা দুই নয়নে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!